Breaking
25 Dec 2024, Wed

যাত্রীবাহী বাস বেআইনি ভাবে নতুন বাসস্ট্যান্ডে আটক করে রাখার অভিযোগ উঠল ঝাড়গ্রাম বাস ওর্নাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : যাত্রীবাহী বাস বেআইনি ভাবে আটক করার অভিযোগ উঠল ঝাড়গ্রাম বাস ওর্নাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। শুক্রবার সকালে পারমিট না দেখাতে পারায় ঝাড়গ্রামের নতুন বাসস্ট্যান্ডে বাসটিকে আটকে রাখার অভিযোগ উঠেছে ওই সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে।আটক করে রাখা বাসটি মেদিনীপুর-ঝাড়গ্রাম ভায়া ধেড়ুয়া রুটের। বাসটির মালিক হলেন পশ্চিম মেদিনীপুর জেলা বাস ওর্নাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মৃগাঙ্ক মাইতি। মৃগাঙ্ক মাইতি বলেন,’আমার বাসের স্থায়ী পারমিট রয়েছে। পুজোর আগে যান্ত্রিক খারাপের জন্য বাসটি রুটে চলাচল বন্ধ হয়ে পড়ে। ওই বাসটির বদলে একটি অস্থায়ী পারমিটে অন্য একটি বাস চালানো হয়।

আগামী ২৩ অক্টোবর পর্যন্ত চার সপ্তাহের জন্য পারমিট রয়েছে এই বাসটির।’ তিনি আরো বলেন,’এদিন বাসের চালক পারমিট না দেখানোয় বাসটিকে আটকে দেওয়া হয়েছে ঝাড়গ্রামে। বিষয়টি আমি ঝাড়গ্রাম জেলা পরিবহন আধিকারিককে জানিয়েছে। উনাকে হোয়াটস্যাপে পারমিটও পাঠিয়েছি।’
ঝাড়গ্রাম জেলা বাস ওর্নাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিলীপ পাল বলেন,’
গত ১৬ দিন ধরে বাসটি চলছে। পারমিট, টাইম টেবিল গাড়িতে রাখার কথা থাকলেও রাখেনি। আমরা বেশিক্ষণ বাসটিকে আটকে রাখিনি। বাসের চালকই বাস রেখে চলে গিয়েছেন।’

Developed by