Breaking
25 Dec 2024, Wed

‘এলাকায় হাতির উপদ্রব বন্ধ করতে হবে’- এই স্লোগান দিয়ে পথ অবরোধ করল গ্রামবাসীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: এলাকায় হাতির ক্ষতির জন্য অনির্দিষ্টকালের কালের জন্য রাস্তা অবরোধ করল গ্রাম বাসীরা। ঝাড়গ্রাম জেলার সাঁকরেল থানার কৃষনদ, রামানন্দপুরের গ্রামবাসীরা মিলে এদিন পথ অবরোধ করেন। গ্রামবাসী দের দাবী প্রচুর পরিমানে ফসলের ক্ষতি করছে হাতি, বন দপ্তর থেকে হাতি তাড়নো কোন ভুমিকা নেওয়া হচ্ছে না, তার সুরাহা না হলে অবরোধ চলবে। গ্রামবাসীরা পথ অবরোধের কারন জানতে চাইলে বলেন, আমাদের এলাকায় হাতি বন্ধ করতে হবে। আমাদের এলাকায় হাতি প্রচুর ক্ষয়-ক্ষতি করছে। প্রতিদিন প্রায় ১০০-১৫০হাতি আসছে। এসে সমস্ত ফসল ধানের জমি, কপি, বেগুন সমস্ত ক্ষতি করছে প্রায় প্রতিদিন। দুর্গাপূজার ষষ্ঠী দিন থেকেই হাতি আসছে। ডি এফ ও কে ফোন করা হয়েছিল উনি ফোন তুলেন নি। কাল আমরা গেছিলাম ডি এফ ও এর কাছে গেছিলাম উনি ঘুমিয়ে আছেন। ২-৩ঘন্টা বসার পরও উনি আসেন নি। আরও বলেন যে এর আগেও অনেক বার আমরা জানিয়েছি কিন্তু কোনো সুরাহা হয়নি। তাই আজ আমরা অবরোধ করেছি অবরোধ নির্দিষ্ট কালের জন্য চলবে। ঘটনাস্থলে যান বনদপ্তরের কর্মীরা ও স্থানীয় পুলিশ প্রশাসন। এবং পাশে থাকার আশ্যাস দেন।

Developed by