Breaking
25 Dec 2024, Wed

ঝাড়গ্রামের মণ্ডপ সাফাই অভিযানে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রামের মণ্ডপ সাফাই অভিযানে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। বিগত বেশ কয়েক বছরের মত এবছরও দুর্গাপুজো পরবর্তী সাফাই অভিযান শুরু করল মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। বৃহস্পতিবার সকালে সোসাইটির উদ্যোগে ঝাড়গ্রাম জেলার স্টেশনপাড়ার সংঘমিত্র ব্যায়াম সমিতির পূজা মন্ডপের প্রাঙ্গণ এলাকায় ঘন্টা দুয়েক সাফাই অভিযান চালানো হয়। পরিস্কার করা হয় মন্ডপ প্রাঙ্গণে পড়ে থাকা প্লাস্টিক,থার্মোকল, আইসক্রিমের কৌটো সহ অন্যান্য আবর্জনা। কুইজ কেন্দ্রের এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সংঘমিত্র ব্যায়াম সমিতির পূজা কমিটির কর্মকর্তাগণ। পাশাপাশি এদিন সবুজায়নের বার্তা দিতে মন্ডপ চত্বরের এক পাশে চারাগাছ রোপণ করা হয়। পাশাপাশি মাইকে প্লাস্টিক,থার্মোকল দূষণের কুফল এবং জল সংরক্ষণ বিষয়ে প্রচার চালানো হয়।এই কর্মসূচিতে কুইজ কেন্দ্রের দশ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন কুইজ কেন্দ্রের সভাপতি রিংকু চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ জানা, স্নেহাশীষ চৌধুরী প্রমুখ। পূজা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন অসীম নন্দী, প্রদীপ দে,মিলন ঠাকুর,নন্দন ঠাকুর, বিপ্লব মিদ্যা, অশোক গড়াই,সনু মিশ্রা, প্রবীর রায়,অজয় শর্মা প্রমুখ। কুইজ কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ কর্মকার, শবরী বসু, সুদীপ কুমার খাঁড়া,সৌনক সাহু, নরসিংহ দাস প্রমুখ।

Developed by