ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: বুধবার একাদশীর দুপুরেও ঝাড়গ্রাম শহরের জুবিলি মার্কেট মাছের বাজারে চাঁদের হাট। এদিন বড় মাপের রুই, কাতলা ইলিশ ও ভেটকির আমদানি হয়েছে। মাছ কেনার জন্য সকাল থেকেই ভিড়। প্রসিদ্ধ মৎস্য ব্যবসায়ী বাবলু রাউৎ জানালেন, এদিন বাংলাদেশের ইলিশ এসেছে। দাম দু’হাজার টাকা কিলো।
এক থেকে দেড় কিলো ওজনের ইলিশ কেনার জন্য ভিড় ছিল দেখার মত। এছাড়া চার থেকে পাঁচ কিলো ওজনের কাতলা এসেছে একাদশীর বাজারে। কাতলা বিক্রি হয়েছে চারশো টাকা কিলো দরে। বড় মাপের ভেটকির দর কিলো প্রতি ছ’শো টাকা।
মাছ ব্যবসায়ী রামকৃষ্ণ দত্ত, বাচ্চু সিং রা জানালেন, পুজোর দিনগুলিতে অনেক বাড়িতে নিরামিষ খাওয়ার চল রয়েছে। তাই পুজো মিটতে মাছের বাজারে ভিড় হয়েছিল চোখে পড়ার মত। তবে এদিন আমদানি কম থাকায় ইলিশ না পেয়ে অনেক খদ্দের হাহুতাশ করেছেন।