Breaking
25 Dec 2024, Wed

খড়িকামাথানী পুজো কমিটির উদ্যোগে নয়াগ্রাম সুপার স্পেশ‍্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের বিজয়ার অভিনব শুভেচ্ছা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: বিজয়া দশমীতে হাসপাতালের শয্যায় মিষ্টি-মুখ করানো হল চিকিৎসাধীন রোগীদের। বাদ গেলেন না রোগীদের আত্মীয়স্বজন। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানী সর্বজনীন দুর্গা পুজো কমিটির উদ্যোগে মঙ্গলবার নয়াগ্রাম সুপার স্পেশ‍্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন সব রোগী ও তাঁদের আত্মীয়স্বজনদের এভাবেই বিজয়ার শুভেচ্ছা জানানো হল।

এই কর্মসূচিতে আমন্ত্রিত ছিলেন খড়িকামাথানী ১৬৭ নম্বর ব্যাটেলিয়নের আরক্ষা শিবিরের অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট চঞ্চল মজুমদার ও হাসপাতালের চিকিৎসক শান্তনু টুডু।

Developed by