Breaking
25 Dec 2024, Wed

মহানবমীর রাতে পুলিশের সামনে যুবকের মাতলামি, ত্রস্ত পথচারী ও বাসিন্দারা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: সোমবার মহানবমীর রাত তখন সাড়ে ৯টা। ঝাড়গ্রাম শহরের তথ্যকেন্দ্র মোড় এলাকায় চলন্ত বাইক থেকে নেমে পড়লেন এক মদ্যপ যুবক। তারপর শুয়ে পড়লেন মাঝ রাস্তায়। বাইক নিয়ে অন্য যুবক চম্পট দিলেন। মাঝ রাস্তায় মদ্যপ যুবকটির মাতলামির জেরে যানবাহন চলাচলে প্রচুর সমস্যা দেখা দেয়। বিষয়টি দেখতে পেয়ে এক পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার ছুটে এলেন। মাতাল বাবাজি রাস্তা থেকে উঠতে নারাজ।
পথ চলতি মহিলাদের পা ধরে কান্নাকাটি শুরু করে ওই যুবক। টেনে হিঁচড়ে যুবকটিকে রাস্তার ধারে সরিয়ে দেন পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার। এরপরই শুরু হয় মাতালের তান্ডব। তুমুল চিৎকার আর অশ্রাব্য গালিগালাজ শুরু করে ওই যুবক।

যুবকটির চিৎকারে জড়ো হয়ে যান আশেপাশের লোকজন। যুবকটি এরপরে আবাসন চত্বরে মাতলামি শুরু করে। যুবকটিকে সামলাতে হিমশিম খান পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার। বাসিন্দারা যুবকটিকে শান্ত হতে বললে উল্টে যুবকটি অশ্লীল গালিগালাজ করে তেড়ে আসে। প্রায় ৪০ মিনিট ধরে মাতালের উপদ্রব চলতে থাকে। শেষ পর্যন্ত ওই যুবকের এক পরিচিতজন এসে তাঁকে নিয়ে যান। বাসিন্দারা অবশ্য পুলিশের ভূমিকায় বিস্মিত। তাঁরা বলছেন, এভাবে শান্তি শৃখলাভঙ্গ করেও পার পেয়ে গেলেন ওই মদ্যপ।

Developed by