Breaking
25 Dec 2024, Wed

ওঁদের পুজো… পুজোর আনন্দে মাতোয়ারা যখন সকলে, তখন রোগীর প্রাণ বাঁচাতে ব্যস্ত ডাক্তার ও নার্সরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পুজো আমার। পুজো তোমার। কিন্তু ওঁদের পুজো নেই। পুজোতেও প্রাণ বাঁচাতে ব্যস্ত তখন ওঁরা। কারণ ওঁরা যে মানুষের চোখে দেখা আসল ভগবান। ওঁরা আর কেউ নন, তাঁরা হলেন ঝাড়গ্রাম জেলার সমস্ত কর্তব্যরত ডাক্তার ও নার্সরা। শুধু ঝাড়গ্রাম নয়, রাজ্যের সর্বত্র তাঁদের একই অবস্থা। তাঁদের জন্যই রোগীর পরিবার নিশ্চিন্ত থাকেন। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন সরকারি হাসপাতাল ও বেসরকারি নার্সিং হোমে কর্তব্যরত ডাক্তার, নার্স সহ অন্যান্য কর্মীরা। আমাদের আনন্দ দিতে তাঁরা ব্যস্ত নিজের নিজের ডিউটিতে। বাঙালির শ্রেষ্ঠ পুজোতে আপামর জনগণকে আনন্দ দান করার জন্য তাঁদেরকে ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার সমস্ত ডাক্তার, নার্স সহ সংশ্লিষ্ট কর্মীদের কুর্নিশ ও অভিনন্দন জানাই।

Developed by