Breaking
25 Dec 2024, Wed

ঝাড়গ্রাম শহরে ‘আলো ট্রাস্টের’ শারদ সম্মান

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পশ্চিমবঙ্গ জুড়ে কাজ করা কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা ‘আলো ট্রাস্ট’ এর উদ্যোগে ঝাড়গ্রাম ‘প্রিয়দর্শিনীর’ সহযোগিতায় ঝাড়গ্রাম শহরে শারদ সম্মান ২০১৯ দেওয়া হল।ষষ্ঠীর সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরের বিভিন্ন পুজো মণ্ডপে পরিক্রমা করেন ‘আলো ট্রাস্টের’ চেয়ারম্যান কমল কৃষ্ণ কুইলা সহ বিচারক মণ্ডলী শিক্ষক সম্রাট মন্ডল, সমাজসেবী প্রজ্ঞাপারমিতা মন্ডল, প্রধান শিক্ষিকা দেবলীনা পাল, নাট্য ব্যক্তিত্ব কুন্তল পাল, নৃত্যশিল্পী তাপস দে(গতি), সংগীত শিল্পী বিজয়া পাত্র, নৃত্যশিল্পী বরুন মন্ডল, ফটোগ্রাফার শুভম মণ্ডলরা। মোট তিনটি বিভাগে পুরস্কার দেওয়া হয়। সেরা পরিবেশ সম্মাননা পেয়েছে মাঝেরপাড়া পুজো কমিটি,
সেরা মন্ডপ প্রান্তিক পুজো কমিটি, সেরা প্রতিমা নির্বাচিত হয়েছে ঘোড়াধরা পুজো কমিটি। অষ্টমীর দিন পুজো কমিটি গুলির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Developed by