ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: পুজোর রাতে বেপরোয়া বাইকের উপদ্রব ঠেকাতে সিসি টিভি ক্যামেরাতে নজরদারি শুরু করলো ঝাড়গ্রাম জেলা ট্রাফিক পুলিশ। মহাষ্টমীর রাতেই ঝাড়গ্রামের বিভিন্ন রাস্তায় জেলা পুলিশের পক্ষ থেকে ব্যানার দিয়ে বাইক ও গাড়ি চালকদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হল তাঁরা সিসি ক্যামেরার নজরদারির মধ্যে রয়েছেন। এদিনই মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে কয়েকজনকে আটক করে পুলিশ। মহাষ্টমীর সন্ধ্যা থেকেই শহরের বিভিন্ন মোড়ে সন্ধেহভাজন চালকদের থামিয়ে ব্রেথ অ্যানালাইজার মুখে দিয়ে পরীক্ষা দিয়ে দেখা হয় তারা মদ্যপ অবস্থায় গাড়ি বা বাইক চালাচ্ছেন কি না। জেলা ট্রাফিক পুলিশের দাবি, ব্যানার দেওয়ার পরে বেপরোয়া বাইকের দাপট অনেকটাই কমেছে।