ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: অষ্টমীর রাতে বেপরোয়া বাইক চালক ও মদ্যপ যুবকদের ধরপাকড় করে লাগাম টানল ঝাড়গ্রাম জেলা পুলিশ। সপ্তমীতে থেকে শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছিল কিছু মদ্যপ যুবকের বাইক। চিন্তায় পুজো দেখতে বের হওয়া দর্শনার্থীরা সমস্যায় পড়ে ছিলেন। একদিকে মদ্যপ অবস্থায় গাড়ির প্রচন্ড গতিবেগ, সেই সঙ্গে বিকট হর্নের আওয়াজ।
পুজোর সময়ে এ ঘটনায় চিন্তায় ছিল শহরবাসী থেকে গ্রাম-গঞ্জ থেকে পুজো দেখতে আসা দর্শনার্থীরা। গত শনিবার এই খবর প্রকাশ হয় ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশে। নড়েচড়ে বসে জেলা পুলিশের কর্তারা। অষ্টমীর রাতে শহরের পাঁচমাথা মোড়ে ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো, ডিএসপি(ট্রাফিক) পারভেজ সরফরাজের নেতৃত্বে পুলিশ বাহিনী স্পেশাল ড্রাইভে নামেন।
সেখানে তিনজন চেপে যাওয়া বেপরোয়া বাইক চালকদের পাশাপাশি মদ্যপ সন্দেহ বাইক চালকদের ব্রিট অন্যালাইজার মুখে দিয়ে পরীক্ষা করা হচ্ছে। তাতে ইতিমধ্যে, বেশ কয়েকজন মদ্যপ অবস্থায় বাইক চালক
যুবক ধরা পড়ে পরীক্ষায়। তাদের ঝাড়গ্রাম থানায় নিয়ে যাওয়া হয়েছে।