ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রামে পুলিশের উদ্যোগে শুরু হল প্রবীণ নাগরিকদের প্রতিমা দর্শন। ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর গত বছর এই উদ্যোগ চালু করেছিলেন। এবারেও সেই ভাবে এলাকার প্রবীণ মানুষজনদের প্রতিমা দর্শনের সুযোগ করে দেওয়া হয়েছে। পুলিশই বাসে করে জেলার গুরুত্বপূর্ণ ও বড় বাজেটের প্রতিমা ও মণ্ডপ গুলি দেখানোর ব্যবস্থা করেছেন। সঙ্গে সিভিক ভলান্টিয়াররা রয়েছেন প্রবীণ নাগরিকদের সাহায্য করার জন্য।