ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পুজো আমার। পুজো তোমার। কিন্তু ওঁদের পুজো নেই। সরকারি নির্দেশিকা জারি করে পুজোতে ছুটি বাতিল! পুজোর আইন-শৃঙ্খলা থেকে রাস্তার ব্যস্ত ভিড় সামলাতে তখন হিমশিম খায় ওঁরা। ওঁরা আর কেউ নন, তাঁরা হলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ। শুধু ঝাড়গ্রাম নয়, রাজ্যের সর্বত্র তাঁদের একই অবস্থা। তাঁদের জন্যই শান্তিতে আমরা প্রতিমা দর্শন থেকে মণ্ডপ পরিক্রমা করে থাকি। ঝাড়গ্রাম শহরের বিভিন্ন মোড়ে পুজোর ভিড় সামলাচ্ছেন পুলিশ ও সিভিক ভলান্টিয়ার। আমাদের আনন্দ দিতে তাঁরা ব্যস্ত নিজের নিজের ডিউটিতে। বাঙালির শ্রেষ্ঠ পুজোতে আপামর জনগণকে আনন্দ দান করার জন্য তাঁদেরকে ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার সমস্ত আধিকারিক সহ পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়াদের কুর্ণিশ ও অভিনন্দন জানায়।