Breaking
24 Dec 2024, Tue

পুজোর আনন্দ ভাগ করে নিতে ক্ষুদে পড়ুয়াদের জামাকাপড় তুলে দিল রয়েল বেঙ্গল গ্রুপ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: ঝাড়গ্রাম জেলার প্রতিটি জায়গা তেই পুজোর প্রস্তুতি প্রায় শেষ। গোপীবল্লভপুর ২নং ব্লকের রয়েল গ্রুপের পুজো সম্পূর্ণ আলাদা৷ পুজোর প্রাক মুহূর্তে পুজোর আনন্দ ভাগ করে নিতে উদ্যোগী তারা। চাকুলিয়া রবীন্দ্র মেমোরিয়াল ক্লাবের উদ্যোগে ও রয়েল বেঙ্গল গ্রুপের তত্বাবধানে এই কর্মসূচী হয়। এদিন চোরচিতা অঞ্চলের চোরচিতা প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে তাঁরা জামাকাপড় দেন। জানা গিয়েছে প্রায় ৪০জন ক্ষুদে পড়ুয়াদের এদিন জামাকাপড় দেওয়া হয়। গ্রুপের সদস্যরা বলেন, কারও সাহায্য ছাড়াই আমরা এই বস্ত্র বিতরন করেছি। আগামী দিনে যদি কারো কাছ থেকে সাহায্যের হাত পাই তাহলে খুবই উপকৃত হবো এবং আরও অনেক সমাজ সেবা মুলক কাজ করতে পারবো।

Developed by