Breaking
24 Dec 2024, Tue

৫৪তম বর্ষে ঘোড়াধরা সর্বজনীন পুজো কমিটির থিমের ছোঁয়ায় থাকছে ‘দুর্গার দশমহাবিদ্যা’

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: ঘোড়াধরা সর্বজনীন দুর্গাপুজো কমিটি ৫৪ তম বর্ষ। বাজেট ৮ লক্ষ টাকা। পুজোর থিম ‘দুর্গার দশমহাবিদ্যা।’ শিল্পী সৌরভ ধবলদেবের ভাবনায় ফুটে উঠেছে এই থিম। মন্ডপের দেখা যাবে ৩০ ফুটের দুর্গা মহিষাসুরকে বধ করছে। মা দুর্গা কোন সময় কি রূপে আর্বিভাব হয়ে মানবজাতিকে বিপদের হাত থেকে উদ্ধার করেছে তা বিস্তৃত আকারে থাকবে এই মন্ডপে। মন্ডপের ভিতরে থাকেব দুর্গার দশটি রূপ। সঙ্গে সাবেকি প্রতিমা। পঞ্চমী থেকে একাদশী পর্যন্ত প্রতিদিনই রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘জল ধরো জল ভরো’, ‘সেফ ড্রাইভ সেভ লাইভ’, ‘একটি গাছ অনেক প্রাণ’, ‘বিশ্ব উষ্ণায়নে’র বার্তা দেবে পুজো কমিটি। পুজো কমিটির সম্পাদক অজিত মাহাত ও উজ্জ্বল পাত্র বলেন, আমাদের মূল উদ্দেশ্য হল নতুন প্রজন্মকে পৌরাণিক ইতিহাসকে জানানো। কারণ, নতুন প্রজন্ম নেটের দুনিয়ায় ব্যস্ত। অধিকাংশই এসব জানেই না। পাশাপাশি বিভিন্ন সচেতনতার বার্তা পুজো থেকে দেওয়া হবে।

Developed by