ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: বুধবার বিনপুর ২ ব্লকের রতনপুর গ্রামে রতনপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে অাজ Safe Drive Save life কর্মসূচি হয়। এই কর্মসূচি উপলক্ষ্যে মোটর সাইকেল র্যালি হয় বিনপুর, নয়াগ্রাম, অাউলিয়া, কাঁকো, রাজপাড়া, মোহনপুর, এঁড়েকুসুম সহ ১০ টি গ্রাম মিলিয়ে মোট ৪৬ কিমি প্রচারাভিযান করল কমিটির সকল সদস্যরা। সকাল ৯টা থেকে বেলা ১ টা পর্যন্ত র্যলি হয়৷ কমিটির সদস্যরা জনসাধারনের সচেতনতার জন্য প্রতিটি বাইক অারোহিদের কাছে হ্যান্ডবিল, স্টিকার বিলি করে। এই প্রচারাভিযানে উদ্বোধনে উপস্থিত ছিলেন বিনপুর থানার অাই সি, বেলপাহাড়ি অপারেশন DIG ও উর্ধতন কর্তৃপক্ষ ৷ কমিটির অন্যতম সদস্য অভিজিৎ ভট্টাচার্য বলেন-“অামাদের গ্রামের পুজো ১৩৩০ সন থেকে হয়ে অাসছে কিন্তু এতবড় বাজেটের পূজা হয়নি৷ পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে এই বছর ২৫হাজার টাকা পেয়েছি অামরা। তাতে অামাদের প্রতিটি সদস্যদের মনে বাড়তি উৎসাহ সঞ্চার করেছে ৷ অামরা ষষ্ঠির দিন থেকে দশমি পর্যন্ত Safe drive save life প্রকল্পের নানান প্রদর্শনী পূজামন্ডপে রাখছি ৷”