Breaking
1 Nov 2024, Fri

পুজোর আগে জঙ্গলমহলের দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে ডানা মেলল উলুবেড়িয়ার ‘স্বপ্ন উড়ান’ ভ্রমণ গ্রুপ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পুজোর আগে জঙ্গলমহলের দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে ডানা মেলল উলুবেড়িয়ার ‘স্বপ্ন উড়ান’ ভ্রমণ গ্রুপ। বুধবার জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মদিনকে সামনে রেখে ঝাড়গ্রাম জেলার জাম্বনী থানা এলাকার নয়টি গ্রামের মানুষের হাতে বস্ত্র উপহার তুলে দিলেন উলুবেড়িয়ার স্বপ্ন উড়ান ভ্রমণ গ্রুপের সদস্যরা। এই উপলক্ষে এদিন জাম্বনীর চুটিয়া প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এলাকার নয়টি গ্রামের ২৫২ জন আবাল-বৃদ্ধ-বণিতার হাতে বস্ত্র উপহার তুলে দেন ঝাড়গ্রাম জেলা পরিষদের ডেপুটি মেন্টর নিশীথ মাহাতো, জাম্বনী থানার আইসি বিশ্বজিৎ পাত্র, বিশিষ্ট সমাজসেবী প্রসূন ষড়ঙ্গী, স্নেহাশিস ভকত, জাম্বনী ব্লকের কৃষি উন্নয়ন দপ্তরের আতমা কমিটির চেয়ারম্যান জলধর মাহাতো প্রমুখ। স্বপ্ন উড়ান ভ্রমণ গ্রুপের অন্যতম সদস্য রিমন পাঠক জানান, তাঁদের গ্রুপের বার্তা হল “মানুষ মানুষের জন্যে।” সুদীর্ঘ সময় জুড়ে জঙ্গলমহলের এই এলাকা হিংসা-হানাহানিতে উত্তপ্ত ছিল। রক্ত হোলির নেশায় শারদোৎসবের প্রকৃত তাৎপর্য এই এলাকার মানুষ ভুলতে বসেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জঙ্গলমহলের মানুষের মুখে হাসি ফুটেছে। রাজ্য সরকারের সেই সাফল্যকে স্বাগত জানিয়ে তাঁরাও শারদ্যোৎসব উপলক্ষে জঙ্গলমহলের পিছিয়ে পড়া এলাকার মানুষদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। একই সঙ্গে তাঁরা এই কর্মসূচির মধ্যে দিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীর পূন্য আবির্ভাব তিথিটিকেও স্মরণ করতে চেয়েছেন।

Developed by