Breaking
24 Dec 2024, Tue

৫০ বি এন সি আর পি এফ জাওয়ানদের উদ্যোগে পালিত হল স্বচ্ছতা অভিযান কর্মসূচি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: বুধবার ৫০ বি এন সি আর পি এফ জাওয়ানদের উদ্যোগে পালিত হল স্বচ্ছতা অভিযান কর্মসূচি। এদিন লালগড় ব্লকের লালগড় নার্সিং ট্রেনিং কলেজ, লালগড় রামকৃষ্ণ স্কুল, বাস স্ট্যান্ড ও লালগড় বাজার এলাকায় কর্মসূচি হয়। এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন এস এইজ বজরং লাল, এস এইজ সিজারুল আলম সহ ৫০ বি এন এর সমস্ত জাওয়ানরা।

Developed by