Breaking
23 Dec 2024, Mon

প্রবীণ নাগরিকদের পাশে থাকার আশ্বাস দিলেন জেলাশাসক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: সমস্যা হলে প্রশাসনকে জানাবেন, প্রশাসন সব সময় আপনাদের পাশে রয়েছে। মঙ্গলবার বিশ্ব প্রবীণ দিবসে এভাবেই প্রবীণদের পাশে থাকার বার্তা দিলেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েষা রানি এ। রেড ক্রস ও ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার বিশ্ব প্রবীণ দিবস দিনটি উদযাপিত হয় শহরে রঘুনাথপুর এলাকায় রেড ক্রস ভবনে। এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলাশাসক। উপস্থিত ছিলেন সিএমএইচ-২ সুবোধকুমার মন্ডল, রেড ক্রস ও ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশনের সম্পাদক বিষ্ণুপদ রায়, সভাপতি ডাঃ সাধুচরণ পাত্র। ৬ জন প্রীবণ নাগরিককে সংবর্ধনা দেওয়া হয়। অনন্তনাথ করণ (৯৩), সুধীরকুমার মল্লিক (৯০), সন্ধ্যা সাঁতরা (৮৮), মদনমোহন মিশ্র (৮৬), ডাঃ সাধুচরণ পাত্র (৮৫), নিশিকান্ত মাইতি (৮৪) এই ছ’জন প্রবীণদের সংবর্ধনা দেওয়া হয়। সংস্থার সম্পাদক বিষ্ণুপদ রায় জানান, প্রতি বছর বিশ্ব প্রবীণ নাগরিক দিবসের দিনটা প্রবীণ-প্রবীণদের নিয়ে অন্য রকম ভাবে কাটানো হয়। এদিন অনুষ্ঠানে ছিলেন ছিলেন সুধাংশুশেখর মাহাতো, অমৃত নন্দী প্রমুখ। জেলাশাসক বলেন, পুজো ভালো কাটুক, ভালো থাকুন। প্রবীণ নাগরিকদের সঙ্গে সময় কাটাতে পেরে ভালো লাগল। আপনারা সব সময় কাজে নিযুক্ত থাকবেন।

Developed by