Breaking
23 Dec 2024, Mon

শৈশব এখনও পর্যন্ত কাটেনি বয়স মাত্র ৬০ দিন। এর মধ্যেই লোধা-শবর কচি কাঁচাদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে তাদের মুখে হাঁসি ফোঁটালো নিরসার্থক ফাউন্ডেশন।

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: মঙ্গলবার ঝাড়গ্রামের কন্যাডুবা এলাকায় ১থেকে ১২ বছরের মধ্যে বয়সের লোধা-শবর ছেলে মেয়েদের হাতে নতুন পোশাক তুলে দেয় নিরসার্থক ফাউন্ডেশন। এদিন মোট ৩০ জন ছেলে মেয়েদের নতুন পোশাক তুলে দেয় তাঁরা। দুর্গাপূজোর মুখে নতুন পোশাক উপহার পেয়ে খুবই খুশি ওই এলাকার কচিকাঁচারা। এর আগেও নিরসার্থক ফাউন্ডেশন জোরাখালী, সুয়াবাসা, বাঁধগোড়ার তিতুলগেড়িয়া প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় মিলে মোট ২০০জন বাচ্চার হাতে নতুন পোশাক তুলে দিয়েছে, এছাড়াও প্রায় ১৫ জন মত বয়স্ক মহিলাকে নতুন শাড়ি তুলে দেন। ফাউন্ডেশনের অন্যতম সদস্য সাগরিকা দাস বলেন, কিছু সহৃদ মানুষের সাহায্যে এবং আমাদের সমস্ত সদস‍্যদের অক্লান্ত পরিশ্রমে আমরা এই কচিকাঁচাদের মুখে হাসি ফুটাতে পেরেছি। আগামী দিনেও আমার সমাজের বুকে নানা সেবা মূলক কাজ করতে চাই।

Developed by