ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সন্ধ্যা হতেই ঝাড়গ্রাম শহরমুখো হয় এক বুনো দাঁতাল। কিন্তু আসতে গিয়ে বিপত্তি ঘটে। কাদায় পড়ে এখনও লুটোপুটি খাচ্ছে হাতি। জামবনির বাঘাসোল খালের কাদায় পড়ে রয়েছে হাতিটি। প্রবাদে আছে কাদায় না পড়লে হাতি জব্দ হয় না। এখন তেমনই অবস্থা দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা।