Breaking
23 Dec 2024, Mon

খুশির খবর ঝাড়গ্রামবাসীর কাছে…সোমবার থেকে চালু হল ঝাড়গ্রাম জেলা আদালত

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- সোমবার রিমোর্ট কন্টোলের মাধ্যমে ঝাড়গ্রাম জেলা আদালতের উদ্বোধন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এদিন ঝাড়গ্রামে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, পশ্চিম মেদিনীপুরের জেলা জর্জ অনন্যা বন্দ্যোপাধ্যায়, জেলাশাসক আয়েশা রানী এ, জেলা পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর সহ ঝাড়গ্রাম আদালতের বিচারক এবং আইনজীবীরা। এদিন ৮৮কোটি টাকা দিয়ে ঝাড়গ্রাম জেলা আদালতের ভিত্তিপ্রস্তর করেন মন্ত্রী মলয় ঘটক। উদ্বোধনের পর উপস্থিত সকলে ঝাড়গ্রাম শহর পদযাত্রা করেন। মন্ত্রী মলয় ঘটক বলেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নতুন যে পাঁচটা জেলা গঠন করেছিলেন তারমধ্যে ঝাড়গ্রাম একটি। আজ ঝাড়গ্রাম জেলা আদালত চালু হওয়ার পর ঝাড়গ্রাম জেলা সম্পূর্ণতা পেল।

Developed by