Breaking
23 Dec 2024, Mon

বেলিয়াবেড়া থানার উদ্যোগে সিভিক ভলান্টিয়ারদের দ্বারা পরিষ্কার হল আগাছা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: বেলিয়াবেড়া থানার উদ্যোগে সিভিক ভলান্টিয়াররা গিয়ে পরিষ্কার করলেন আগাছা। গোপীবল্লভপুর দুই ব্লকের কুলিয়ানা অঞ্চলের মডেল স্কুল থেকে মালিঞ্চা যাওয়ার রাস্তার ধারে পরিপূর্ন ছিল আগাছায়। গ্রামবাসীরা বলেন, রাস্তার ধারে আগাছা ভর্তি হয়ে রয়েছে। এমনকি রাস্তার বিপদজনক বাঁক গুলিতে এদিক সেদিক কিছুই দেখা যাচ্ছিল না। বার বার পঞ্চায়েত প্রধানকে জানিয়ে কোনো সুরাহা হয়নি। তাই আমরা নিজেরাই একটি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি। ঘটনার ২দিন পরই বেলিয়াবেড়া থানার উদ্যোগে সিভিক ভলান্টিয়াররা গিয়ে সাফ করলেন সেই আগাছা। আরও বলেন যে, পুজো আসছে আমাদের গ্রামে একটি ভালো থিমও বানিয়েছি। তাই দর্শনার্থীদের দেখতে যাওয়ার রাস্তা এই একটাই। তাই সমস্যার মুখে পড়তে হবে না সাধারন মানুষজনকে। এজন্যে বেলিয়াবেড়া থানাকে আমাদের গ্রামের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ।

Developed by