Breaking
23 Dec 2024, Mon

পুজোর প্রাক্কালে বিধায়কের অভিনব উদ্যোগ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: আগামী দূর্গাপুজো উপলক্ষ্যে গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক চূড়ামনি মাহাতোর উদ্যোগে গোয়ালমারা চকে ২০০ জন বাচ্চাদের পোশাক ও ৩০০ জন মহিলাদের শাড়ী প্রদান করা হয়।আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক চূড়ামনি মাহাতো,পঞ্চায়েত সমিতির সভাপতি হিমসাগর সিং,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কালিপদ শূর।

Developed by