Breaking
23 Dec 2024, Mon

পিক আপ ভ্যান ঠেলে সরালো ট্রাফিক পুলিশ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: রবিবার ঝাড়গ্রাম শহরের ব্যস্ততম শিবমন্দির চক এলাকায় রাজ্য সড়কে আচমকা বিকল হয়ে গেল একটি পিকআপ ভ্যান। মাঝ রাস্তায় ভ্যানটি দাঁড়িয়ে যাওয়ায় তুমুল যানজটের সৃষ্টি হয়। সমস্যা মেটাতে অবতীর্ণ হয় ট্রাফিক পুলিশ। ভ্যানটিকে ঠেলে রাস্তার ধারে নিয়ে যায় ট্রাফিক পুলিশ কর্মীরা। তারপরে অন্য গাড়ি এনে দড়ি বেধে পিকআপ ভ্যানটিকে টেনে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই সময়ের মধ্যেই রাজ্য সড়কে তুমুল যানজট হয়। পুজোর বাজার করতে আসা মানুষজন আটকে পড়েন। তবে ট্রাফিক পুলিশের দ্রুত চেষ্টায় আধঘণ্টার মধ্যেই সমস্যা মিটে যায়।

Developed by