ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: টানা দু’দিন দুই পশলা বৃষ্টিতে জল বাড়ছে সুবর্নরেখা নদীতে। এনিয়ে বেলিয়াবেড়া ব্লকের পক্ষ থেকে চোরচিতা, ভামাল, আশকোলা, বাঁশঝোড়া গ্রামে মাইকিং করেন। সাথে সাথে সিভিক ভলান্টিয়াররাও এদিন সচেতন করেন সাধারন মানুষকে। উল্লেখ্য যে, নদী তীরবর্তী অধিকাংশ গ্রামবাসী মাছ ধরতে যান সুবর্নরেখা নদীতে। জল বাড়লে বিপদ হতে পারে। তাই এদিন নদী তীরবর্তী এলাকা গুলিতে মাইকিং করে সতর্ক করা হয় শনিবার রাতেই। মাইকিং করে বলা হয়,’আপনারা নদী তীরবর্তী এলাকা বাসিন্দারা সুবর্নরেখা এই মুহূর্তে নদীতে কেউ যাবেন না। নদীর জল অতি সত্বর বাড়ছে, বাড়বে।’