ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: শনিবার গভীর রাতে ঝাড়গ্রাম শহরে হাজির হয়েছে এক দাঁতাল হাতি। আচমকা শহরে হাতি ঢুকে পড়ায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ডিয়ার পার্কের জঙ্গলের দিক থেকে হাতিটি ঘোড়াধরা এলাকায় চলে এসেছে। শনিবার রাতে ঘোরাধারা পার্ক সর্বজনীন পুজো মন্ডপের কাজ চলছিল বৃষ্টির মধ্যে। আচমকা রাস্তায় হাতি দেখে শুরু হয় হইচই। স্থানীয় মানুষ সঙ্গে সঙ্গে বনদপ্তর ও পুলিশকে খবর দেয়। ঝাড়গ্রাম থানার আইসি পুলিশ নিয়ে চলে আসেন। কিন্তু বনদপ্তরের লোকজন না আসায় স্থানীয় বাসিন্দারা আগুন জ্বেলে হাতিটিকে তাড়ানোর চেষ্টা করছেন। হাতিটি অরণ্যসুন্দরী মহাসঙ্ঘের ভেতরে ঢুকে গিয়েছিল, পরে তাড়া খেয়ে এখন থানার পাশ দিয়ে হিন্দি হাই স্কুলের রাস্তা হয়ে যাচ্ছে। ঝাড়গ্রাম শহরের বাসিন্দাদের অনুরোধ, কেউ এখন রাস্তায় বেরোবেন না। বনদপ্তর যত শীঘ্রই সম্ভব হুলা পার্টি দিয়ে হাতিটিকে জঙ্গলের দিকে না তাড়ালে বড় বিপদের আশঙ্কা রয়েছে।