ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : আপনার অরণ্য শহর ঝাড়গ্রামে পড়ে রয়েছে জঞ্জাল। আপনার চোখে পড়া মাত্র আপনিই তা পরিষ্কার করতে পারবেন। না কোদাল-বেলচা আপনাকে ধরতে হবে না। শুধুমাত্র একটা ছবি তুলে হোয়াটস্যাপ করলেই তা পরিষ্কার হয়ে যাবে। শহরকে পরিস্কার রাখতে এমনই অভিনব উদ্যোগ নিয়েছে ঝাড়গ্রাম পুরসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে পুরসভা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।
শুক্রবার স্যানিটেশন কমপ্লেন নামে একটি হোয়াটস্যাপ নম্বর চালু করে পুরসভা কর্তৃপক্ষ। নম্বরটি হল 8509716263। এদিন ওই নম্বর চালু করেন ঝাড়গ্রাম পুরসভার প্রশাসক তথা মহকুমা শাসক সুবর্ণ রায় এবং যুগ্ম প্রশাসক দুর্গেশ মল্লদেব। ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ বলেন,’ছবি সহ হোয়াটস্যাপে লিখিত অভিযোগ জানালেই সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে পুরসভার সাফাই টিম। শহরকে জঞ্জাল মুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও কোন ওয়ার্ডে কি কি সমস্যা বেশি রয়েছে তাও নথিভুক্ত করা যাবে।’