Breaking
24 Dec 2024, Tue

শহরের দুটি নামী পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- রাত পোহালেই মহালয়া। তার আগেই শুভ সূচনা হয়ে গেল শারদোৎসবের। শুক্রবার থেকেই পুজো মণ্ডপের উদ্বোধন শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবারের মতো এবারও পিতৃপক্ষের আগেই পুজো মণ্ডপের উদ্বোধন করেন তিনি। তবে যেহেতু পিতৃপক্ষ শেষ না হয়ে যতক্ষণ না দেবীপক্ষ শুরু হচ্ছে সেইসময়কে ‘অশুভ’ বলেই মানা হয় তাই এদিন প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন না করে দেবীর সামনে ফুল সমর্পণ করেই উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রী উত্তর কলকাতার হাতিবাগান সার্বজনীন ও চালতাবাগান লোহাপট্টির মণ্ডপ উদ্বোধন করেন। এদিন প্রথমে হাতিবাগানের মণ্ডপ উদ্বোধন করে তারপর তিনি চালতাবাগান লোহাপট্টির মণ্ডপ উদ্বোধন করতে যান। মুখ্যমন্ত্রী জানান, আজকের পর থেকেই জোরকদমে উদ্বোধন শুরু করবেন তিনি।

২৮ সেপ্টেম্বর মহালয়ার দিন বিকেল পাঁচটায় নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো উদ্বোধনে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। ঐদিনই ববি হাকিমের পুজো চেতলা অগ্রণীরও উদ্বোধন আছে। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বালিগঞ্জ ফাঁড়ি সংলগ্ন একুশ পল্লির পুজোয় যাবেন তিনি।

রবিবার অর্থাৎ ২৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ছ’টায় উদ্বোধন হতে চলেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। মন্ত্রী সুজিত বসুর পুজো বলে পরিচিত এটি। শুক্রবার সুজিতবাবু জানান, এবারে তাঁদের পুজো ৪৭ তম বর্ষে পদার্পণ করল। দীর্ঘ ৭ বছর ধরে তাঁরা তাঁদের প্রতিমাকে স্বর্ণ অলঙ্কারে ভূষিত করে চলেছেন। এবারও তার ব্যতিক্রম হয় নি। শুক্রবার প্রতিমার সাজসজ্জায় খোদ মন্ত্রীকেই হাত লাগাতে দেখা যায়। জানালেন, কলকাতার নাম করা সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস-ই এবার প্রতিমার জন্য অলঙ্কার বানিয়েছে। আগেও বেশ কয়েকবার এই সংস্থাই প্রতিমার সাজের দায়িত্ব নিয়েছিল।

Developed by