Breaking
24 Dec 2024, Tue

ঝাড়গ্রাম শহরে রাস্তায় গাড়ি আটকে চাঁদার জুলুম, ভাঙল কাঁচ, দেড়ঘন্টা অবরুদ্ধ, শুরু পুলিশি তল্লাশি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: শুক্রবার সকালে চাঁদার জুলুমে ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করলেন লরি চালকরা। এদিন সকালেই রিলায়েন্স কোম্পানির তেল বোঝাই গাড়ি যাচ্ছিল। সেই গাড়ি গুলিকে ৫৫১ টাকা করে চাঁদা কেটে ছিল বলে অভিযোগ গাড়ি চালকদের।গাড়ির চালকরা বলেন,‘আমরা মাল খালি করে ঝাড়গ্রাম শহরের ভিতর দিয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই পুজো কমিটির পক্ষ থেকে ৫৫১ টাকা চাঁদা চাইছিল। আমরা তাও ৫১ টাকা চাঁদা দিচ্ছিলাম। সেই টাকা না নিয়ে আমাদেরকে বেধড়ক মারধর করা হয়। গাড়ির কাঁচও ভেঙে দেয়। মারধরের পর রশিদও নিয়ে পালিয়ে যায় যুবকরা। সে জন্যই আমরা রাজ্য সড়কের মাঝে গাড়ি রেখে অবরোধ করি।’ ঘটনার পর ঝাড়গ্রাম থানার আইসির নেতৃত্বে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। জেলা পুলিশ সুত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে অভিযুক্ত যুবকদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Developed by