Breaking
24 Dec 2024, Tue

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দিনই ঝাড়গ্রাম পুরসভার প্রশাসকদের নিয়ে বৈঠক করলেন জেলাশাসক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ডেবরার প্রশাসনিক বৈঠক থেকে সাফ জানিয়ে ছিলেন পুরসভার প্রশাসকরা যুগ্ম প্রশাসকদের নিয়ে একসঙ্গে কাজ করবেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরদিনই ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ ঝাড়গ্রাম পুরসভার প্রশাসকদের নিয়ে বৈঠক করলেন নিজের কার্যালয়ে। বৃহস্পতিবার বিকেলে ঝাড়গ্রাম পুরসভার প্রশাসক তথা ঝাড়গ্রামের এসডিও সুবর্ণ রায় এবং পুরসভার যুগ্ম প্রশাসক দুর্গেশ মল্লদেব এবং প্রশান্ত রায় সহ পুরসভার কার্যনির্বাহী আধিকারিক তুষার শতপথী এবং ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক করেন।

Developed by