Breaking
24 Dec 2024, Tue

মহালয়ার আগে মাতৃ আরাধনায় নতুন শাড়ি হাতে তুলে দিয়ে আর্শীবাদ পেলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মহালয়ার আগে মাতৃ আরাধনায় নতুন শাড়ি দিয়ে আর্শীবাদ পেলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর। এদিন বিকেলে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার ওদলচুয়া হাইস্কুলে পুলিশের এক জনসংযোগ কর্মসূচী ছিল। সেখানে পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন ডিএসপি(বেলপাহাড়ি) রথীন্দ্রনাথ বিশ্বাস, বেলপাহাড়ি থানার আইসি দয়াময় মাঝি, বিশিষ্ট সমাজসেবী বুবাই মাহাতো প্রমুখ। ২০০ জন মহিলাকে শাড়ি, ১৫০ জন শিশুদের ও ৫০ জন পুরুষের হাতে নতুন পোষাক তুলে দেন এসপি। জনৈক এক বিধবা বৃদ্ধাকে পুলিশ সুপার নিজে শাড়ি তুলে দেওয়ার পর তিনি মাথায় হাত দিয়ে আর্শীবাদ করলেন এসপিকে। স্বাভাবিক ভাবেই আপ্লুত হয়ে যান পুলিশ সুপার!

Developed by