Breaking
24 Dec 2024, Tue

সতীদাহ প্রথার বিলুপ্তি ঘটান বিদ্যাসাগর,বললেন বাবুল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- বৃহস্পতিবার ‘খোলা হওয়া’ নামের একটি ‘অরাজনৈতিক’ সংগঠনের উদ্বোধনে এসে সকলকে অবাক করে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, ‘সতীদাহ প্রথার বিলোপ ঘটিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।’বাবুল বলেন, ‘রাজ্যে আজ কোনও কিছুরই স্বাধীনতা নেই । টলিউড এখন একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাবে রয়েছে। সেখানে নানা রাজনৈতিক সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। বাংলায় ফিল্ম ইনডাস্ট্রি স্বাধীনভাবে কাজ করতে পারছে না। এখানে ভয়ের রাজনীতি চলছে। এহেন পরিস্থিতিতে স্বাগহীনটা ফিরিয়ে অন্তেই এই সংগঠন তৈরি করা হয়েছে। ‘ কেন্দ্রীয় মন্ত্রীর বয়ান এপর্যন্ত ঠিকই ছিল। তবে বিতর্ক বাঁধে বিদ্যাসাগরকে নিয়ে করা তাঁর একটি মন্তব্যে। তিনি বলেন, ;’আজ বিদ্যাসাগরের জন্মবর্ষিকীতে এই সংগঠনতী আত্মপ্রকাশ করল। এটি বড় সুখের কথা। বিদ্যাসাগর মশাই সতীদাহ প্রথার বিলোপ ঘটিয়েছিলেন।’

বাবুলের এই মন্তব্যে রীতিমতো দান বেঁধেছে বিতর্ক।তবে বিজপি নেতাদের পক্ষ থেকে এহেন বয়ান এই প্রথম নয়। এর আগে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন ‘সহজপাঠ’ নাকি বিদ্যাসাগরের রচনা। তা নিয়েও কম জলঘোলা হয়নি। মনীষীদের নিয়ে রাজনৈতিক দলের নেতাদের এহেন বয়ান কাম্য নয় বলেই মনে করছেন সমাজের বুদ্ধিজীবী মহল।

সৌজন্যে :- সংবাদ প্রতিদিন Digital

Developed by