Breaking
1 Nov 2024, Fri

লড়াই সবে শুরু, নারদাকাণ্ডে মির্জার গ্রেফতারির পর প্রথম প্রতিক্রিয়া ম্যাথুর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- নারদকাণ্ডে আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে গ্রেফতার করেছে সিবিআই। নারদ স্টিং অপারেশনে দুর্নীতির তদন্তে এই প্রথম কাউকে গ্রেফতার করা হল। নারদ টেপ ফাঁসের ৩ বছর পর সিবিআই-এর পদক্ষেপকে স্বাগত জানালেন নারদকর্তা ম্যাথু স্যামুয়েল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ধন্যবাদ জানিয়ে স্যামুয়েলের মন্তব্য, এটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। লড়াই সবে শুরু হয়েছে।

২০১৬ সালে বিধানসভা ভোটের আগে প্রকাশিত হয়েছিল নারদ স্টিংকাণ্ডের ভিডিয়ো। শাসক দলের একাধিক নেতা-মন্ত্রীকে গোপন ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছিল। ওই ভিডিয়োয় বর্ধমানের তত্কালীন পুলিস সুপার এসএমএইচ মির্জাকে ৫ লক্ষ দিয়েছিলেন নারদকর্তা। তখন ম্যাথু স্যামুয়েলের সঙ্গে বিজেপির যোগ থাকার অভিযোগ করেছিল রাজ্যে শাসক দল। নারদ স্টিংকে রাজনৈতিক ষড়যন্ত্র আখ্যা দেওয়া হয়েছিল। সে কথা স্মরণ করিয়ে এদিন স্যামুয়েল বলেন,”আজ খুশির দিন। ২০১৬ সালে মার্চে স্টিংয়ের টেপ প্রকাশ করেছিলাম। তখন বলা হয়েছিল, রাজনৈতিক ষড়যন্ত্র, কেউ ওঁর পিছনে আছে। বাংলার পুলিসই পিছনে পড়ে গিয়েছিল। এটা কঠোর পরিশ্রমের ফল। রাজনৈতিক প্রতিহিংসা হলে আজ এই দিনটা আসত না। আইপিএস অফিসারকে গ্রেফতার করেছে সিবিআই। বাংলার বড় বড় রাজনীতিকদের সঙ্গে দেখা করিয়ে দিয়েছিলেন উনি।”

সামনে কঠিন লড়াই রয়েছে বলেও মনে করেন নারদকর্তা। তাঁর কথায়,”এটা সবে শুরু হয়েছে। লড়াই চলতে থাকবে।”

Developed by