Breaking
24 Dec 2024, Tue

হাজার হাতের দুর্গাই মুল আকর্ষণ ঝাড়গ্রাম পূর্বাশার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- হাতে গোনা আর ক’টা দিন। তার পরেই শুরু সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো। সাবেকি থেকে থিমের সাজ— সবেতে সেজে উঠেছে জেলার পুজো মণ্ডপগুলি। এবারও ঝাড়গ্রাম শহরের পুজোয় থিমের জোয়ার। কোথাও হাজার হাতের দুর্গা, আবার কোথাও দশ মহাবিদ্যা। কোথাও থিম জলই জীবন, কোথাও অগ্নিশিখা। সেই সঙ্গে প্রায় প্রতিটি পুজো কমিটিই দেবে সমাজ সচেতনতার বার্তা।

ঝাড়গ্রাম পূর্বাশার পুজোর এবার ৩৭তম বর্ষ। পুজোর বাজেট ১৪ লক্ষ টাকা। পুজোর থিম ‘অগ্নিশিখা’। এই পুজোতেই দেখা যাবে এক হাজার হাতের দুর্গা। ১২০ ফুটের প্যান্ডেলের বাইরে দেখা মিলবে ওই দুর্গার। ফাইবার দিয়ে হাজার হাতের দুর্গা তৈরি করা হচ্ছে। মণ্ডপের দু’ধারে অগ্নিশিখা আলোকসজ্জার মাধ্যমে ফুটে উঠে। মণ্ডপের ভিতরে সুতা দিয়ে নকশা কাজ দেখতে পাওয়া যাবে। মূল প্রতিমা হবে সাবেকি।

প্লাস্টিক বর্জনের জন্য সচেতনতা বার্তা দেওয়া হবে পুজোয়। পঞ্চমী, দশমী ও একাদশীতে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজো কমিটির সম্পাদক সোমনাথ পাণ্ডে বলেন, প্রতি বছরই আমাদের পুজোয় চমক থাকে। এবারের চমক হল এক হাজার হাতের দুর্গা। সঙ্গে পুজো থেকে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হয়।

Developed by