Breaking
24 Dec 2024, Tue

আকাশের মুখভার, তাই মন খারাপ ঝাড়গ্রামের মন্ডপশিল্পী থেকে শুরু করে মৃৎশিল্পীদের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- প্রাকৃতিক দুর্যোগের কারণে মাথায় হাত ক্লাব কর্তা থেকে শুরু করে শিল্পীদের।হাতে গোনা আর কয়েকটা দিন। তারপর শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। প্রাকৃতিক দুর্যোগের কারণে বিগ বাজেটের মন্ডপ গুলির কাজও থমকে রয়েছে। বৃষ্টির কারণে কাজ করতে পারছেননা ঝাড়গ্রামের শিল্পীরা। ছিঁচকাঁদুনে বৃষ্টিতে বিঘ্নিত হচ্ছে পুজো-প্রস্তুতি। দফায় দফায় বৃষ্টিতে একদিকে যেমন মণ্ডপ তৈরির কাজ ব্যাহত হচ্ছে, তেমনি ঝাড়গ্রামের মৃৎশিল্পীদের কাজের গতি শ্লথ হচ্ছে।

অথচ হাতে আর মাত্র কয়েকটা দিন। উৎসবমুখী মানুষ আঙুলের রেখায় দিনগোনা শুরু করে দিয়েছে। বড় ও মাঝারি পুজোগুলির মণ্ডপ তৈরি শুরু হয়ে গিয়েছে। প্রতিমায় রঙের কাজ, মণ্ডপের জন্য লাগানো প্লাইউডে রঙের কাজ করাই যাচ্ছে না বৃষ্টির জ্বালায়। বাধ্য হয়ে মৃৎশিল্পীদের প্রতিমা সুকোতে হচ্ছে ব্লু ল্যাম্পের মাধ্যমে ,এভাবে সকাল থেকে দফায় দফায় বৃষ্টি যদি আরও ক’দিন চলতে থাকে, তাহলে সময়ে কাজ শেষ করা বেশ চাপ হবে বলে দুশ্চিন্তায় পড়েছেন পুজো উদ্যোক্তারা।

এক ক্লাব কর্তা জানিয়েছেন, ভেতরের কাজ প্রায় শেষ হয়েছে মন্ডপের। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বাইরের কাজ সম্পন্ন করতে পারছেনা শিল্পীরা। তারা চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব মণ্ডপসজ্জার কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে।

Developed by