Breaking
24 Dec 2024, Tue

বৃহস্পতিবারেও ভাগ্য খুললো না রাজীবের! শুক্রবার সকালে ফের শুনানি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- এখনও অন্তরালে রাজীব কুমার। তাঁকে হন্যে হয়ে খুঁজছে সিবিআই।কিন্তু বৃহস্পতিবারও হাইকোর্টে ঝুলে থাকলো রাজীব মামলার আগাম জামিনের শুনানি।হাইকোর্টের তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার সওয়াল জবাব শেষে হাইকোর্ট জানিয়েছে শুক্রবার সকাল ১০.৩০ মিনিটে ফের হবে শুনানি।

প্রসঙ্গত, বুধবার কলকাতা হাইকোর্টের রুদ্ধদ্বার কক্ষে সারদা মামলায় আগাম জামিনের শুনানির পরেও, রাজীব কুমারের ভাগ্য নির্ধারিত হয় নি। বুধবার বিচারপতি সহিদুল্লা মুনশি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের বেঞ্চে ওই মামলার শুনানি চলে প্রায় এক ঘণ্টা। রাজীব কুমার এবং সিবিআইয়ের আইনজীবীদের সওয়াল জবাবের পর বিচারপতি সহিদুল্লা মুনশি জানিয়ে দেন, বৃহস্পতিবার সকালে আগাম জামিন সংক্রান্ত এই মামলার শুনানি হবে।

আর বৃহস্পতিবার আদালত জানিয়ে দিল ফের শুক্রবার সকালে হবে রাজীব মামলার শুনানি। প্রসঙ্গত, সোমবার রাজ্যের গোয়েন্দা প্রধান রাজীবের স্ত্রী সঞ্চিতা কুমার হাইকোর্টে স্বামীর হয়ে আগাম জামিনের আবেদন করেন। মঙ্গলবার বিচারপতি সহিদুল্লা মুনশি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের বেঞ্চে অবিলম্বে শুনানির জন্য আবেদন জানান রাজীবের আইনজীবীরা। তখন বিচারপতি মুনশি বলেন, ‘‘জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজন কেন মনে করছেন?’’

বিচারপতি দাশগুপ্ত রাজীবের আইনজীবীদের উদ্দেশে বলেন, “যান, গিয়ে আত্মসমর্পণ করতে বলুন করুন মক্কেলকে।’’ এর আগে হাইকোর্টই রাজীবের আইনি রক্ষাকবচ তুলে নিয়েছিল। তারপর বারাসত কোর্ট, বারাসত জর্জ কোর্ট, আলিপুর কোর্টেও ধাক্কা খেয়েছেন রাজীব। এখন ফের হাইকোর্টে আবেদন করেছেন আগাম জামিনের। এখন দেখার শুক্রবারের শুনানি শেষে আদালত রাজীবকে কোন সিদ্ধান্ত শোনায়।

Developed by