Breaking
24 Dec 2024, Tue

রাজ্যের নতুন মুখ্যসচিবের নাম ঘোষণা নবান্নের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- রাজ্যের নতুন মুখ্যসচিবের নাম ঘোষণা৷ মুখ্যমন্ত্রীর অতি ‘পছন্দে’র তালিকায় থাকা স্বাস্থ্যসচিব পদ থেকে এবার সরাসরি মুখ্যসচিবের পদে তুলে আনা হচ্ছে রাজীব সিনহাকে৷ আগামী ১ অক্টোবর থেকে নতুন দায়িত্ব নেবেন রাজীব সিনহা৷ জানা গিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর মেয়াদ শেষ হচ্ছে বর্তমান মুখ্যসচিব মলয় দের৷ মলয়বাবুর ছেড়ে যাওয়া পদে রাজীববাবুকে বসানো হবে৷ স্বাস্থ্য সচিবের পদে আপাতত কোনও নাম এখনও ঘোষণা না হলেও স্বাস্থ্য সচিবের পদ থেকে তাঁকে মুখ্য সচিবের পদ তুলে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর৷

জানা গিয়েছে, ১৯৮৬ সালের অফিসার সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্ব পালন করে আসছেন তিনি৷ শোনা যায়, স্বাস্থ্যসচিব রাজীব সিনহার একাধিক কাজে মুখ্যমন্ত্রী অত্যন্ত সন্তুষ্ট৷ বিভিন্ন সরকারি প্রকল্প তাঁর মাথা থেকে এসেছিল বলে নবান্ন সূত্রে খবর৷ রাজীব সিনহা কাজে সন্তুষ্ট হওয়ায় মুখ্যমন্ত্রী তাঁকে এবার মুখ্যসচিবের পদে অন্তর্ভুক্ত করালেন বলে নবান্ন সূত্রে খবর৷

Developed by