Breaking
25 Dec 2024, Wed

প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কড়া ধমক ঝাড়গ্রাম থানার আইসিকে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: বুধবার প্রশাসনিক বৈঠকে ঝাড়গ্রাম থানার আইসি জয়প্রকাশ পান্ডেকে কড়া ধমক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইসিকে মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেন,’কবে জয়েন করেছেন।’ উত্তরে আইসি জানান,’একবছর।’
তারপরই মুখ্যমন্ত্রী কড়া ভাবে বলেন,’আপনি তো ঝাড়গ্রাম দেখছেন না। ঝাড়গ্রাম অন্যভাবে চালাচ্ছেন। আপনাকে কাজ করার জন্য পাঠানো হয়েছিল। আপনি অকাজ করছেন। ভালো কাজ করছেন না। কেন হবে ? ভাবেন আমরা খবর রাখি না ? আমি এক বছর ধরে ওয়াচ করার পর আজ বলছি।’

Developed by