Breaking
25 Dec 2024, Wed

মহালয়ার আগে আম বাঙালির প্রার্থনা, দেবীপক্ষ শুরু হওয়ার সঙ্গে কেটে যাক উদ্বেগের মেঘ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- পুজোর মুখে রাজ্যবাসীর কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল, আগামী ২৪ ঘণ্টা একনাগাড়ে বৃষ্টি চলবে। কলকাতার পাশাপাশি শুক্রবার অবধি ভারী থেকে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। শনিবার, মহালয়ার দিন থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা আছে। তবে পুজোর মধ্যে বৃষ্টি হবে কিনা, এখনই স্পষ্ট করে বলতে পারেনি আবহাওয়া দফতর।

পুজোর ঢাকে কার্যত কাঠি পড়ে গিয়েছে। চলতি সপ্তাহের শেষেই মহালয়া। কলকাতায় মহালয়ার দু’দিন পর থেকেই পুজো শুরু হয়ে যায়। এই পরিস্থিতিতে পুজোর উদ্যোক্তা থেকে শুরু করে ক্রেতা-বিক্রেতা, সকলের কপালেই চিন্তার ভাঁজ ফেলেছে বৃষ্টি। উদ্যোক্তাদের অনেকেই বলছেন, মণ্ডপ তৈরি প্রায় শেষ পর্যায়ে। এ সময়ে বৃষ্টিতে মণ্ডপের ক্ষতি হলে সামলানো কঠিন। অন্য দিকে, কুমোরটুলিতে প্রতিমায় পড়ছে রঙের পোঁচ। ভেজা আবহাওয়া থাকলে আখেরে কাজের ক্ষতি। উত্তরের একটি ছোট পুজোর কর্তার আকুল প্রার্থনা, ‘‘এখন বৃষ্টি হয়ে যাক। কিন্তু মহালয়ার পরে যেন না হয়।’’ আচমকা বৃষ্টিতে হতাশ ছোট দোকানিদের অনেকেই। তাঁদের বক্তব্য, এ সময়ে স্বল্পবিত্তের ক্রেতারা কেনাকাটা করতে আসা শুরু করেন। বৃষ্টিতে সেই বাজার মার খাবে।মহালয়ার আগে আম বাঙালির প্রার্থনা, দেবীপক্ষ শুরু হওয়ার সঙ্গে কেটে যাক উদ্বেগের মেঘ।

Developed by