Breaking
1 Nov 2024, Fri

৩০ সেপ্টেম্বরের মধ্যে আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক না করা হলে বাতিল বা নিষ্ক্রিয় হয়ে যাবে আপনার প্যান কার্ড

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও বেশির ভাগ নাগরিকেরই এখনও পর্যন্ত আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক করা হয়নি। ৩০ সেপ্টেম্বরের মধ্যে আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক না করা হলে বাতিল বা নিষ্ক্রিয় হয়ে যাবে আপনার প্যান কার্ড। আর এ ক্ষেত্রে বেশ ব্যাঙ্কে টাকা জমা দেওয়া, আয়কর জমা দেওয়া, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের আবেদন করার মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে। তাই জেনে নিন কী ভাবে আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক করাবেন…

আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক করাবেন যে ভাবে:—

১) প্রথমে www.incometaxindiaefiling.gov.in সাইটে ক্লিক করুন।

২) এর পর ‘লিঙ্ক আধার’ অপশনে ক্লিক করুন। এখানে লিঙ্ক করানোর যে অপশন পাবেন সেটি সিলেক্ট করুন।

৩) এ বার এখানে সমস্ত প্রশ্নের উত্তর সঠিক ভাবে দেওয়ার পর নিচের ‘আধার অপশন’-এ ক্লিক করুন। ব্যস, আপনার আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক হয়ে যাবে।

৪) এ ছাড়াও, ৫৬৭৬৭৮ অথবা ৫৬১৬১ নম্বরে এসএমএস করেও আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক করাতে পারবেন।

আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক করানোর সময় অবশ্যই দেখে নেবেন যে, দু’টি নথিতেই তথ্য সঠিক রয়েছে কিনা।

Developed by