Breaking
25 Dec 2024, Wed

বৃষ্টি আর মেঘলার কারণে দুর্গাকে দিতে হচ্ছে অগ্নিপরীক্ষা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- প্রবল বৃষ্টি আর মেঘলা আবহাওয়ার কারণে চরম সমস্যায় পড়েছেন ঝাড়গ্রাম জেলার মৃৎশিল্পী আর মণ্ডপ শিল্পীরা। এখনও বেশকিছু মৃৎশিল্পী তাদের দূর্গা প্রতিমা না শুকনোর কারণে রঙ করতে পারেননি।আকাশ একটু পরিষ্কার হলেই খোলা আকাশের নীচে দূর্গা প্রতিমা বের করে শুকানোর চেষ্টা করছেন৷ বাদ সাধছে মাঝে মধ্যেই বৃষ্টির দাপট। অনেক মৃৎশিল্পীর দূর্গা প্রতিমা ভিজেও গিয়েছে। আগুন দিয়ে প্রতিমা শুকানোর আপ্রান চেষ্টা করছেন তাঁরা। এরকম মেঘলা আকাশ আর বৃষ্টি থাকলে প্রতিমা মণ্ডপে কিভাবে পৌঁছাবে তা নিয়েই চিন্তিত দূর্গা প্রতিমা শিল্পীরা।অপরদিকে বড় বড় পুজো কমিটিগুলির বিশালাকার মণ্ডপের কাজ করতে গিয়ে বৃষ্টি বাঁধা হয়ে দাঁড়িয়েছে নির্মানকারীদের। প্রবল বৃষ্টির কারণে কিছুতেই কাজ করা যাচ্ছে না। পঞ্চমীর মধ্যে মণ্ডপ তৈরি করা দুঃসাধ্য হয়ে উঠেছে। হাতে মাত্র আর দশটা দিন। এরপরই শুরু হবে দেবী দূর্গার বোধন।

Developed by