Breaking
25 Dec 2024, Wed

বেলিয়াবেড়া ব্লকের কালিঞ্জা গ্রামে হাতির হানা ,আহত এক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: সাত সকালেই হাতির হানা বেলিয়াবেড়া ব্লকের কালিঞ্জা গ্রামে। হাতির হানায় যখম হলেন কালিঞ্জা গ্রামের এক ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ৬টা নাগাদ প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলেন মাঠে। কিন্তু হঠাৎ পৌঁছে যায় হাতিটি। ওখানেই দাঁত ঢুকিয়ে দেয় সুজয় ঘোষ(৩৮) নামে এক ব্যক্তির পায়ে। ঘটনাস্থলেই যখম হন ওই ব্যক্তি এখন ঝাড়গ্রাম হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শী বাপি মন্ডল, ভগীরথ দন্ডপাট’রা বলেন হাতিগুলোর দাঁত খুবই বড়। নদীর থেকে রাতে এসে এখানে দাঁপিয়ে বেড়ায় কিছু ধানের জমিও নষ্ট করে দিয়েছে। একজনকে জখমও করেছে। তারপার হাতিটি সুবর্নরেখা নদী পেরিয়ে পাতিনার দিকে চলে গিয়েছে।

Developed by