Breaking
25 Dec 2024, Wed

বেলিয়াবেড়াতে হাতির আতঙ্কে আতঙ্কিত অভিভাবকরা স্কুল থেকে ঘরে ফেরালেন ছেলেমেয়েদের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: গোপীবল্লভপুর ২নং ব্লকের বেলিয়াবেড়াতে হাতির আতঙ্কে আতঙ্কিত অভিভাবকরা স্কুল থেকে ঘরে ফেরালেন ছেলেমেয়েদের। প্রসঙ্গত কয়েকদিন আগেই এই এলাকায় দাঁপিয়ে বেড়িয়েছিল এক দলছুট দাঁতাল। এমনকি হাতির আছাড়ে মৃত্যুও হয় মহিলা সহ এক ভবঘুরের। আজ সকালেও বেলিয়াবেড়া থেকে কিছু দূরে বনডাহি গ্রামে রাতে গোডাউনের শাটার ভেঙে ধান খায় হাতিটি।
হাতির এইসব কার্যকলাপেই আতঙ্কিত সাধারন মানুষজন। তাই আজ বেলিয়াবেড়া প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হতে না হতেই ছেলেমেয়েদের ঘরে ফেরালেন অভিভাবকরা। বেলিয়াবেড়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবদুলাল দে বলেন, কয়েকদিন আগে এই এলাকায় একজন মারা গেছিলো সেই আতঙ্কে ছেলেমেয়েদের নিয়ে যান অভিভাবকরা। উন পঞ্চাশ জন ছাত্রছাত্রী এসেছিল, স্কুল বসার উপক্রমও হচ্ছিল। আমরা প্রস্ততি নিচ্ছিলাম প্রজেন্ট করারও কিন্তু তা আর সম্ভব হয়নি। এর আগে এই স্কুল চত্বরেও হাতি এসেছিল।

Developed by