Breaking
25 Dec 2024, Wed

জেলা পুলিশের উদ্যোগে ও বেলিয়াবেড়া থানার তত্তাব্ধানে কোলশোল গ্রামে উদ্বোধন হল কোচিং সেন্টারের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: সোমবার ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে ও বেলিয়াবেড়া থানার তত্তাব্ধানে চোরচিতা গ্রাম পঞ্চায়েতের কোলশোল গ্রামে আজ একটি কোচিং সেন্টার উদ্বোধন হয়। এই কোচিং সেন্টারে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের সপ্তাহে পাঁচ দিন কোচিং দেবেন সিভিক ভলান্টিয়াররা। এছাড়া ১৫০জন শিশুদের হাতে পড়াশুনার সামগ্রী তুলে দেওয়া হয়। কোলশোল গ্রামের ১৫০জন মহিলা ও পুরুষের হাতে বস্ত্র তুলে দেন ও এলাকার ৬টি স্কুলে ক্রীড়া সামগ্রীও দেওয়া হয়। এই কর্মসূচীতে উপস্থিত ছিলে ডি এস পি দেবরাজ ঘোষ, বেলিয়াবেড়া থানার ও সি সৌরভ ঘোষ, সি আই গোপীবল্লভপুর গৌতম চক্রবর্তী।

Developed by