ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এবার হাতি নিয়ে গ্রামের মানুষজনকে সচেতন করবে সিভিক ভলেন্টিয়াররা। এদিন ঝাড়গ্রাম ফরেস্ট হলে বন্যপ্রাণী হাতির সঙ্গে কি রকম আচরণ করা উচিত আর কি করা উচিত নয় তা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ঝাড়গ্রাম ব্লকের বিভিন্ন গ্রামে বুনো হাতি দাপিয়ে বেড়িয়ে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে মিড-ডে-মিলের চাল খেয়ে ফেলছে। গ্রামের মধ্যে ঢুকে মানুষজনকে মেরেও ফেলেছে। সেই সমস্যা থেকে মুক্তি দিতেই ঝাড়গ্রাম ব্লকের ৯১ জন সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দিল বনদপ্তর।
ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ এস হোলেইচ্চি বলেন,‘যে সব এলাকায় হাতি যাতায়াত করে সেই সব এলাকার সিভিক ভলেন্টিয়ারদের এদিন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। হাতির গতিবিধির উপর তারা নজর রাখবে এবং এলাকার মানুষজনকেও সচেতন করবেন তাঁরা।’