Breaking
1 Nov 2024, Fri

সবচেয়ে খুশির খবর ! পাতা দিয়ে তৈরি থালা-বাটিতে জিএসটি মুকুব করল কেন্দ্রীয় সরকার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এই মুহূর্তে সবচেয়ে খুশির খবর ! শালপাতা বা অন্য পাতা দিয়ে তৈরি থালা-বাটিতে জিএসটি মুকুব করল কেন্দ্রীয় সরকার। এদিন গোয়াতে দুদিনের আলোচনা শেষে সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

শুধু তাই নয়, ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করে তুলতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার । কর্পোরেট কর কমানোর কয়েক ঘণ্টার মধ্যে আরও একটা বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। জিএসটি কাউন্সিলের বৈঠক থেকে অর্থমন্ত্রীর একাধিক ঘোষণা স্বস্তি দেবে গ্রাহকদের। বৈঠকে ২০টি পণ্য ও ১২টি পরিষেবার উপরে কমানো হয়েছে জিএসটি।

Developed by