Breaking
25 Dec 2024, Wed

প্রকাশিত হল ক্ষুদে পড়ুয়াদের লেখা ত্রৈমাসিক দেওয়াল পত্রিকা ‘রামধনু’

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: প্রকাশিত হল ছাত্রছাত্রীদের লেখা ত্রৈমাসিক দেওয়াল পত্রিকা ‘রামধনু’। এদিন গোপীবল্লভপুর ১ব্লকের শাশড়া অঞ্চলের বৈতাল পাড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রকাশিত হয় এই দেওয়াল পত্রিকা।১৩ সেপ্টেম্বর ওই স্কুলে ‘ভ্রাম্যমান গ্রন্থাগার’ উদ্বোধন হয়েছিল। বৈতাল পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখময় পান্ডা মহাশয় বলেন, মানুষকে পরিষেবা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আজ সেই মোতাবেক দুপুর দুটোর পর গ্রামে ঘুরে এবং গত সপ্তাহে যারা বই নিয়েছিলেন, তাঁরা ঐ বই ফেরত দিয়ে নতুন করে আজ আবার বই নেন। ভ্রাম্যমান কিশলয় গ্রন্থাগার নিয়ে মানুষের মধ্যে উৎসাহ দেখার মতো। তাছাড়া এদিন বিদ্যাসাগর জন্ম জয়ন্তী পালনের দ্বিতীয় দিনে আমাদেত স্কুলের ছাত্রছাত্রীদের তৈরি ত্রৈমাসিক দেওয়াল পত্রিকা ‘রামধনু’ প্রকাশিত হয়।

Developed by