Breaking
25 Dec 2024, Wed

হাতির হানায় মৃত পরিবারদের তড়িঘড়ি করে আর্থিক ক্ষতিপূরণ দিল বন দপ্তর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: শনিবার ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া ব্লকের রামপুরা ও আগড়বনী গ্রামে যান বনদপ্তরের আধিকারিক ও পুলিশ-প্রশাসন। প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর বেলিয়াবেড়া ব্লকের আগড়বনী গ্রামে কল্যানী ঘোষ(৩২) নামে এক মহিলার হাতির হানায় মৃত্যু হয়। ওইদিন ব্লক জুড়ে হাতিটি দাপিয়ে বেড়ানোর পর রামপুরা গ্রামের অরবিন্দ দন্ডপাট(৭২) নামে এক ভবঘুরেকে শুঁড় দিয়ে তুলে আছাড় মারে হাতিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ভবঘুরের। ঘটনার একদিন পরই পরিবারদের পাশে দাঁড়ায় জেলা পুলিশ৷ ডিএসপি ও বেলিয়াবেড়া থানার ওসি গিয়ে মৃতের পরিবারের হাতে দশ হাজার টাকা করে সাহায্য তুলে দেন। এদিন বন দপ্তরের আধিকারিকরা নিহত পরিবারদের বাড়ি গিয়ে চার লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেয়। উপস্থিত ছিলেন জাম্বনীর রেঞ্জ অফিসার গোপাল ঘোষ, ডি এস পি দেবরাজ ঘোষ, বেলিয়াবেড়া থানার ওসি সৌরভ ঘোষ। জানা গিয়েছে, চলতি মাসের শেষ সপ্তাহে পশ্চিম মেদিনীপুরে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। বছর খানেক আগে ঝাড়গ্রামে হাতির হানায় ক্ষয়-ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। জেলার বন আধিকারিকদের ধমকও দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুরে আসতে চলেছেন, তাই তড়িঘড়ি করে মুখ্যমন্ত্রী সফরের আগে হাতির হানায় নিহত পরিবারদের আর্থিক সাহায্য তুলে দিল বন দপ্তর।

Developed by