ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- এবার রাজীব কুমারের স্ত্রীর সঙ্গে কথা বলে আইপিএস অফিসারের সন্ধান চাইলেন সিবিআইয়ের আধিকারিকরা৷ রাজীবের খোঁজে তাঁর স্ত্রী সঙ্গে কথা প্রায় আধ ঘণ্টা কথা হয় বলে সিবিআই সূত্রে খবর৷
সূত্রের খবর, আজ দুপুরে পার্কস্ট্রিটে রাজীব কুমারের বাড়িতে গিয়ে গিয়ে সিবিআইয়ের পাঁচ আধিকারিক জানতে চান, কোথায় আছেন রাজীব কুমার? কেন ফোন বন্ধ? থাকলে কোথায় আছেন? কেন তাঁর হদিস মিলছে না? সিবিআই সূত্রে খবর, এদিন দুপুরে প্রায় ঘণ্টা রাজীব কুমারের স্ত্রীর সঙ্গে কথা বলেন তাঁরা৷ পরে সেখান থেকে ফিরে যান তাঁরা৷
জানা গিয়েছে, আজ দুপুরে ফের পার্কস্ট্রিটে রাজীব কুমারের বাড়িতে যায় সিবিআই একটি দল৷ প্রায় এক ঘণ্টা পর সেখানে থেকে বেরিয়ে যান সিবিআইয়ের আধিকারিকরা৷ একই সঙ্গে সিবিআইয়ের আরও একটি দল দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুরের একটি রিসর্টে হানা দেয়৷ রাজীবের খোঁজে বিষ্ণুপুরের রিসর্টে হানা দেন তাঁরা৷ ওই গেস্ট হাউসের আধিকারিকদের সঙ্গে কথা বলেন সিবিআইয়ের আধিকারিকরা৷
গতকাল রাতেও দফায় দফায় বিভিন্ন জায়গায় অভিযানে নামে সিবিআই৷ শুক্রবার দুপুর থেকে ফের রাজীব সন্ধানে অভিযান শুরু করেছে সিবিআইয়ের বিশেষ দল৷ বৃহস্পতিবারও টানা তিনটি জায়গায় অভিযান করে সিবিআইয়ের প্রতিনিধিদল৷ সূত্রের খবর, বৃহস্পতিবার ৪ জনের সিবিআইয়ের একটি প্রতিনিধিদল রাজীব কুমারের সন্ধানে আলিপুরের আইপিএস কোয়ার্টারে তল্লাসি অভিযানে নামেন৷ কোয়ার্টারের মধ্যে ঢুকে শুরু হয় তল্লাশি অভিযান৷
সেখানে থেকে চলে যান ভিভান্তা বিলাসবহুল হোটেল৷ সেখানে বেশ কিছুক্ষণ ধরে হোটেলের আধিকারিকদের জেরা করেন সিবিআইয়ের আধিকারিকরা৷হোটেলের রান্না ঘরের পথ ধরে তাঁরা প্রবেশ করেন৷ সেখানে দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি৷ গোটা ঘটনায় চূড়ান্ত সহযোগিতা করেন হোটেল কর্মীরা৷ পরে, আধঘণ্টা পর সেখান থেকে বেড়িয়ে যান আধিকারকা৷
বুধবার রাতেই রাতভর শহর কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাসি অভিযান করেন সিবিআইয়ের আধিকারিকরা৷ রাতভর তল্লাশি অভিযানের পর বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ সিবিআইয়ের আধিকারিকরা জরুরি বৈঠকে বসেন৷ সেই বৈঠক শেষ হওয়ার পর সিজিও কমপ্লেক্স থেকে সরাসরি আলিপুরে আইপিএসদের সরকারি কোয়ার্টারে হাজির হয়ে যান সিবিআইয়ের চার সদস্যের প্রতিনিধিদল৷ সূত্রের খবর, রাজীব কুমারের সন্ধানে ওই দিন দুপুর দু’টো নাগাদ সিবিআইয়ের আধিকারিকরা অভিযান শুরু করেন৷