Breaking
26 Dec 2024, Thu

পুজোর ব্যাস্ততা ঝাড়গ্রামের ঢাকিপাড়াতেও

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- সত্যাডিহিতে শরৎ এসেছে। শরৎ এলেই কালের নিয়মে কাশ ফুল ফোটে এখানেও। ভোর বেলায় শিউলি ঝড়ে পড়ে। তবে শরৎ এখানে উৎসবের মরসুম নয়, শরৎ এখানে কাজের ঋতু। ঝাড়গ্রাম থেকে মাত্র চার কিলোমিটার দূরে সত্যাডিহিতে সত্তর থেকে আশি টি ঢাকি পরিবারের বাস। বর্ষা যেতে না যেতেই চামড়ার রজন মাখিয়ে ঢাক মেরামতিতে ব্যস্ত হয়ে পড়ে মানুষগুলি। আগমনী বোল বা বিসর্জনের বাজনা, ঝালিয়ে নেয় শেষ মুহুর্তের প্রস্তুতিতে। শরৎ মানে দূর দুরান্ত থেকে বায়না। পুটুলি নিয়ে রওনা ছেলে মেয়ে উৎসব ছেড়ে। দুর্গা পূজায় পরিবারের সঙ্গে ঠাকুর দেখা হয়নি কখনও। তবে পুজো পেরোলে গরম ভাত জোটে বেশ কয়েকদিন।

প্রতিবার পুজো আসে আর নতুন স্বপ্ন চোখে এঁকে বসে থাকে সত্যাডিহির ঢাকিরা।সবসময় যে স্বপ্ন পূরণ হয় তার কোনও মানে নেই। বেশিরভাগ ক্ষেত্রেই কথা রাখেন না উদ্যোক্তারা। তবুও ঢাকে বোল ওঠে ঠাকুর আসবে কতক্ষণ। তবুও সিউলি ফোটে সত্যাডিহিতে। পুজো পেরোলে গরম ভাত জোটে বেশ কয়েকদিন।

Developed by